প্রশ্ন-১. প্রথমে কত টাকা জমা দিতে হবে?
উত্তরঃ ১ম কিস্তিতে কোর্স ফির ৭৫% জমা দিতে হবে।
PGD in Human Resource Management, PGD in Marketing Management, PGD in Industrial Management এবং PGD in Financial Management: ৩৩,৭৫০/
PGD in Computer Science: ৩৭,৫০০/-
টাকা জমা দেয়ার স্লিপটি যত্ন সহকারে সংরক্ষণ করুন।
প্রশ্ন-২. কোন ব্যাংক-এ টাকা জমা দিতে হবে?
উত্তরঃ ব্র্যাক ব্যাংক-এর নির্ধারিত শাখাসমূহে টাকা জমা দিতে হবে। নির্ধারিত শাখায় নির্ধারিত জমা-স্লিপের মাধ্যমে টাকা জমা দিতে হবে। অন্য কোন ব্যাংকে টাকা জমা দেওয়ার সুযোগ নেই।
প্রশ্ন-৩. ব্র্যাক ব্যাংক ভিন্ন অন্য কোন ব্যাংক-এর মাধ্যমে টাকা জমা দেয়া যাবে কি?
উত্তরঃ শুধুমাত্র ব্র্যাক ব্যাংক এর নির্ধারিত শাখায় নির্ধারিত স্লিপে টাকা জমা দেয়া যাবে। এমনকি ব্র্যাক ব্যাংক-এর নির্ধারিত শাখা ব্যাতিরেকে অন্য শাখায় টাকা জমা দেয়া যাবে না।
প্রশ্ন-৪. ব্র্যাক ব্যাংক-এর ক্রেডিট কার্ড-এর মাধ্যমে টাকা জমা দেয়া যাবে কি?
উত্তরঃ শুধুমাত্র ব্র্যাক ব্যাংক-এর নির্ধারিত শাখায় নির্ধারিত স্লিপে টাকা নগদে জমা দিতে হবে।
প্রশ্ন-৫. সম্পূর্ণ কোর্স ফি কি একবারে জমা দেয়া যাবে?
উত্তরঃ সম্পূর্ণ কোর্স ফি একবারে জমা দেয়া যাবে। এজন্য কোন ডিসকাউন্ট-এর সুযোগ নেই।
প্রশ্ন-৬. কোর্স ফি ১ম কিস্তি জমা দিয়েছি, পরবর্তী করণীয় কি?
উত্তরঃ ক্লাস শুরুর তারিখ ওয়েবসাইটে দেয়া হবে এবং এসএমএস – এর মাধ্যমেও জানানো হবে। ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১৯ জানুয়ারি, ২০২০। এর পূর্বে বিআইএম-এ ভর্তি বিষয়ে যোগাযোগের প্রয়োজনীয়তা নেই।
প্রশ্ন-৭. কোর্স ফি ১ম কিস্তি জমা দিয়েছি, আমার ভর্তি হওয়া কিভাবে নিশ্চিত হবে?
উত্তরঃ ব্র্যাক ব্যাংক-এর নির্ধারিত শাখায় নির্ধারিত স্লিপে টাকা জমা দেয়ার অর্থই ভর্তি সম্পন্ন হওয়া। টাকা জমা দেয়ার পরবর্তী ৩ কার্যদিবস পর বিআইএম হতে নিশ্চিতকরণ এসএমএস প্রেরণ করা হবে। নিশ্চিতকরণ এসএমএস না পেলে বিআইএম-এ যোগাযোগ করা যেতে পারে।